Librería Desdémona
Librería Samer Atenea
Librería Aciertas (Toledo)
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Donde los libros
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
আপনি মানুন বা নাই মানুন জীবনের চরমতম সত্য হল নব্বই শতাংশ মানুষ নিজের মনের কথা বলতে পারে না, এটা শুধু ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, সারা পৃথিবীর লোকের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। আমরা যখন মনের কথা কাউকে বলতে পারি না তখন আমাদের একটা দম বন্ধ করা পরিবেশের মধ্যে জীবন যাপন করতে হয়, মন বিচলিত হয়ে পড়ে। সমস্ত মানব জাতির লাভের কথা মাথায় রেখেই এই বই রচনা করা হয়েছে,কারণ আমার মনে হয় সকলেরই জানা উচিত যে, শুধু আপনিই নন আপনার মতন লক্ষ লক্ষ মানুষ আছে যারা অন্যদের নিজেদের মনের কথা বলতে পারে না। এই সময়ে মনে একটাই কথা আসে, কি করা যায় ?খুব সহজ উত্তর হল, ঈশ্বরকে স্মরণ করুন আর মনের সমস্ত কথা তাঁর পায়ে অর্পন করুন।আর একটা অন্য উপায়ও আছে আর তাহল, এমন কোন পাঁচজন বন্ধু খুঁজে নিন যাদের আপনি নিজের মনের কথা বলতে পারবেন, আর জীবনে খুঁজে পাবনে নতুন আলোর সন্ধান ।