Librería Desdémona
Librería Samer Atenea
Librería Aciertas (Toledo)
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Donde los libros
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
'মন, কী বিস্ময়কর!সুবাসিত ক্ষণ।কল্পনার ভুবন,নিমন্ত্রণ।স্বপ্নেরা মেলুক ডানা।''ইচ্ছে ডানা''দিচ্ছে হানা,বলতে নেই তো মানা-আর নয় কান্না।এসো তবে।ডানা মেলে উড়ো। কী আনন্দ!জীবনের গল্পে নতুন ছন্দ।কিসের জন্য দেরি?তোমার অপেক্ষায়,,, ইচ্ছে ডানাতোমার স্বপ্ন, প্রিয় বন্ধু।নতুন এক কাব্যময় রাজ্য।যেমন- ইচ্ছে ডানা, চমৎকার, সকাল ইত্যাদি।আশা করি, আপনার অবসর সময়ে, একটি মুহূর্ত হলেও, আমার লেখা প্রশান্তিদায়ক হিসেবে কাজ করবে।কবি এস আফরোজ একজন আন্তর্জাতিক লেখক ও কবি। তার লেখা আন্তর্জাতিক ম্যাগাজিন এবং সংকলনে প্রকাশিত হচ্ছে। এখন পর্যন্ত তিনি ৩০টি ইংরেজি কবিতার বই প্রকাশ করেছেন, যা অ্যামাজনে বিশ্বব্যাপী পাওয়া যাচ্ছে। একজন গর্বিত সদস্য- ''Hyperpoem Project of World Record'' এর। '